ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

#

মোহাম্মদ সাফায়েত হোসেন

০২ অক্টোবর, ২০২৫,  11:35 PM

news image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিসর্জনের আগে ভক্তরা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং দেবী দুর্গাকে হাসিমুখে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের সময় রতনদিয়া বাজার সার্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে ভক্ত, পূজারি ও স্থানীয় জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উৎসব পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালুখালী উপজেলা শাখার সভাপতি রনজয় কুমার বসু জানান, এ বছর উপজেলার ৫৫টি মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “বিজয়া দশমীর সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তা থাকায় কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।”

দুর্গাপূজা উপলক্ষে কালুখালীতে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়। উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেন।