আলমগীর মোল্লা (গাজীপুর)
১৩ জানুয়ারি, ২০২৬, 8:04 PM
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে শোক প্রকাশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজ উদ্দিনের কনিষ্ঠ পুত্র, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মো. মোবারক হোসেন (স্বপন) রবিবার (১১ জানুয়ারী) দুপুরে হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় স্থানীয় সোমবাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে উত্তর সোম সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই‑বোন ও অসংখ্য আত্মীয়‑স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা, সোমবাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিয়ন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সোমবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন:-গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মো. মনিরুজ্জামান খান লাভলু তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ।
আরো শোক প্রকাশ করেছেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ- কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল‑আমিন দেওয়ান- কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মজিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ, আলমগীর মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলে দোয়া করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।