ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

কালিয়াকৈরে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৬ অক্টোবর, ২০২৫,  1:25 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী বিএনপি থেকে গাজীপুর-১ (কালিয়াকৈর-শ্রীফলতলী) আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আশেক নগর পার্ক মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবির খান। তিনি তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বলছি—দল যদি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভোটে ধানের শীষকে জয়ী করে সংসদে পাঠাতে চাই। তবে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমরা সবাই একযোগে কাজ করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধাআখতার-উজ-জামান,কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. মোয়াজ্জেম হোসেন,গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান ও হযরত আলী মিলন,

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন,কালিয়াকৈর পৌর ও উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও তপন খানসহ জেলা-উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীরা।

বক্তারা বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া দমন-নিপীড়ন, অসংখ্য মামলা ও হয়রানির তীব্র সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি অদম্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।