আলমগীর মোল্লা (গাজীপুর)
০১ নভেম্বর, ২০২৫, 8:44 PM
কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
সুপেয় পরিষ্কার ও নিরাপদ পানি পানের জন্যে কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে টিউবওয়েল বিতরন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টিউবওয়েলগুলো স্থাপন করার জন্য টিউবওয়েলের চারপাশ পাকাকরণসহ যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।
শনিবার বিকাল ৩টার সময় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিউবওয়েল বিতরণ করেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।
যাদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে তারা হলেন- রায়েদ দরগা বাজারের নজরুল ইসলাম, বেলাশী গ্রামের সাজেদা খাতুন, মাজেদা, ফুলেছা, দুর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের সুব্রত চন্দ্র মন্ডল,টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের আনোয়ারা, কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া বাজারের হাফিজুল হাসান, উত্তর খামের খাদিজা, কাপাসিয়া ইউনিয়ননের পাবুরের মিহির দেব নাথ।
টিউবওয়েল পেয়ে বেলাশী গ্রামের সাজেদা বলেন, আমরা দীর্ঘদিন কুয়া থেকে পানি তুলে খেয়েছি। আজ আমরা টিউবওয়েল পেয়ে খুবই আনন্দিত। এখন থেকে কলের পানি খেতে পারব। বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
টিউবওয়েল বিতরণ শেষে কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা কাপাসিয়ার অবহেলিত জনগণের মধ্যে থেকে বাছাই করে যারা দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভোগছিলেন তাদের মাঝে টিউবওয়েল বিতরণ করেছি। আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা জনগণের কাছাকাছি গিয়ে তাদের দুঃখ দুর্দশা গুলো আমাদের সাধ্য অনুযায়ী মেটানোর চেষ্টা করে যাচ্ছি।