দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৮ অক্টোবর, ২০২৫, 12:41 AM
করিমগঞ্জ মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আবু বক্করের পিতার ইন্তেকাল
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও কান্দাইল দারুসসালাম দাখিল মাদরাসার সুপার মো. আবু বক্কর সিদ্দিকের পিতা আব্দুল ওয়াহেদ (৯৭) মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে বার্ধক্য জনিত কারণে দেহুন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাটিয়া নদীর পূর্ব পাড় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। মরহুম আব্দুল ওয়াহেদ ভাটিয়া নদীর পূর্ব গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মো.মাহতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো.রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।