জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )
১৫ অক্টোবর, ২০২৫, 1:06 AM
কচুয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত
চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে চাচার পেটে ছুরিকাঘাত করেছে ভাতিজা শুক্কর আলী। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফতেবাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে ফয়েজ আহমেদ (২৯), আব্দুল হান্নান (৩৮), আ: সাত্তার (৩১) আ: মান্নান (৩৬), শাহিদা আক্তার (২৭) ও বিল্লাল হোসেন (৪৪) ফারুক মিয়ার ছেলে রাসেল(২২), বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও শুক্কুর আলী (২০)।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ফয়েজ আহমেদ এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানাগেছে, বিল্লাল হোসেন ও ফয়েজ আহমেদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিল্লাল হোসেনের বাড়ী সংলগ্ন ফয়েজ গংরা ঘর তুলতে গেলে উভয়ের মধ্যে এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় ছুরি দিয়ে তার চাচা ফয়েজ আহমেদের তলপেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো: হারিছ বেপারী বলেন, তাদের উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম মুঠো জানান বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।