মতিন গাজী (যশোর)
০৬ নভেম্বর, ২০২৫, 9:47 PM
উপদেষ্টাদের পক্ষপাতিত্বে ব্যর্থতার পথে সরকার: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করে পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন। তাদের কারণে সরকার ব্যর্থতার পথে এগোচ্ছে। একটি মহলের চক্রান্তে সরকার ও ঐক্যমত কমিশন বিভ্রান্তির মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ঐক্যমত কমিশন আলোচনা আর খাওয়া-দাওয়া করেই সময় পার করছে। পূর্বে স্বাক্ষরিত প্রস্তাবনাকে পরিবর্তন করে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। কয়েকটি রাজনৈতিক দল এই সুযোগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে কোনো গণভোট হবে না। ঐক্যমত কমিশনের স্বাক্ষরিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে সেটাই তাদের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে গণ্য হবে।” বিএনপি মহাসচিব বলেন, “আমরা অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছি। এবার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়ার সুযোগ এসেছে। কোনো মহলের ষড়যন্ত্রে এ সুযোগ বিনষ্ট হতে দেওয়া যাবে না।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি এখনো রাস্তায় নামেনি, কিন্তু যদি নামতে হয়, ফল ভালো হবে না। বিএনপিকে অবজ্ঞা করে দেখবেন না।”
সভায় জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম, অনিন্দ্য ইসলাম আমিন, অমলেন্দু দাস অপু, টিএস আইয়ুব, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবিরা সুলতানা, আবুল হোসেন আজাদসহ বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।