নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৩ নভেম্বর, ২০২৫, 8:14 PM
আ.লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে সন্ধানপুর ইউনিয়ন বিএনপির রাজপথে অবস্থান
সন্ধানপুর ইউনিয়ন কুশারিয়া বাজারে ১৩ নভেম্বর ২০২৫ আওয়ামী লীগের ঘোষিত 'লকডাউন' কর্মসূচির প্রতিবাদে রাজপথে নেমেছে সন্ধানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণতন্ত্রের চর্চায় বাধা ও রাজনৈতিক কর্মসূচি দমনের উদ্দেশ্যে 'লকডাউন'-এর মতো কর্মসূচির ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাঁরা।
সন্ধানপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দলীয় নেতাকর্মীরা লকডাউন ঘোষণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবস্থান গ্রহণ করেন এবং বিক্ষোভ মিছিল করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি বানচালের জন্য এই ধরনের 'লকডাউন'-এর হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা আরও বলেন, বিএনপি কোনো প্রকার দমন-পীড়ন বা হুমকির কাছে মাথা নত করবে না এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন যুবদলের নেতাকর্মীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।