মো: আল আমিন (বিশেষ প্রতিনিধি)
০৯ নভেম্বর, ২০২৫, 8:51 PM
আসকে'র পক্ষে কেরানীগঞ্জ এসিল্যান্ড বরাবর সহযোগিতা প্রাপ্তির আবেদন
“আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নিকট আবেদনপত্র প্রদান করা হয়েছে। আবেদনপত্রটির বিষয় ছিল— “অবগতি পূর্বক পূর্ণাঙ্গ সহযোগিতা প্রাপ্তির আবেদন।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দুর্নীতি দমন, অনিয়ম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত ২৮ বছর ধরে “আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন” মানবাধিকার, ভোক্তা অধিকার, নাগরিক অধিকার এবং দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় সমাজে ন্যায়, মানবতা ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংগঠনের কর্মকর্তারা বলেন, প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা পেলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবতার সেবা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রচেষ্টা আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম (বাদল), মো: ফারুক রানা, মো: নাজিউল্লাহ ভুইয়া, ইসমাইল জাহাঙ্গীর আলম, ইসতিয়াক আহম্মেদ, তানভির মাহমুদ, সোহেল আরমান, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহীন আলম।
উল্লেখ্য, “আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন” ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে ন্যায় ও মানবতার পক্ষে কাজ করছে। ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে আইনি সহায়তা, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ফাউন্ডেশনের কর্মকর্তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—“এলাকায় দুর্নীতি দমন, অনিয়ম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন সবসময় পাশে থাকবে।”