শোয়েব হোসেন
১৬ অক্টোবর, ২০২৫, 5:10 PM
আন্তর্জাতিক সালেকদের মিলনমেলায় আধ্যাত্মিক সাধনা
আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক বিকাশের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ছে খানকায়ে আহমদিয়ার দাওয়াত ও দীক্ষার আলো।
কানাডা, লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারীদের নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে খানকায়ে আহমদিয়ার আয়োজনে ৩৩তম অনলাইন সহবত আধ্যাত্মিক কোর্স।
দুই সপ্তাহব্যাপী এই আধ্যাত্মিক সফরে অংশগ্রহণকারীরা আত্মার প্রশান্তি, তাযকিয়া (আত্মশুদ্ধি), তাসাউফ (আধ্যাত্মিক উন্নতি), কাশফ (অন্তর্দৃষ্টি) ও ইলহামের (অন্তরজ্ঞান) বিশেষ অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা অর্জন করেন।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন- এই কোর্স চলাকালে তারা আত্মার প্রশান্তি, অন্তরের নূর ও এক ধরনের অলৌকিক অন্তরজ্ঞান অনুভব করেছেন, যা তাদের জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে।
তাদের অনেকের অভিজ্ঞতা সংরক্ষিত হয়েছে “মাকতুবাতে আহমদী” নামের ফেসবুক প্রোফাইলে, যা অসংখ্য আধ্যাত্মিক অনুসন্ধানীদের অনুপ্রাণিত করছে।
খানকায়ে আহমদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট আলেম শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী সমাপনী বক্তব্যে বলেন— “আধ্যাত্মিক উন্নতির পথ কেবল বই পড়া বা বক্তৃতা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন হৃদয়ে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হয়, তখন কাশফ ও ইলহামের দরজা উন্মুক্ত হয়। এই নূরই প্রকৃত আত্মশুদ্ধির মূল চাবিকাঠি। আজকের বস্তুবাদী যুগে আত্মিক প্রশিক্ষণই মানুষের প্রকৃত মুক্তির পথ।”
“আল্লাহ তাআলা ইরশাদ করেন,
‘قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىهَا’
অর্থাৎ, ‘যে ব্যক্তি নিজের আত্মাকে পবিত্র করেছে, সে-ই সফল হয়েছে।’
(সূরা আশ-শামস, আয়াত ৯)
এই আয়াতই আমাদের আধ্যাত্মিক কোর্সের প্রাণশক্তি।”
৩৩তম কোর্সের সমাপ্তির সঙ্গে সঙ্গেই ঘোষণা এসেছে নতুন ব্যাচের ৩৪তম অনলাইন সহবত আধ্যাত্মিক কোর্স ইনশাআল্লাহ শুরু হচ্ছে ১৬ অক্টোবর ২০২৫। যা চলবে প্রতিদিন রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা- এবারের কোর্সেও লন্ডন, কানাডা ও মধ্যপ্রাচ্য থেকে সালেক-সালেকারা যুক্ত হবেন ইনশাআল্লাহ।
খানকায়ে আহমদিয়া এবার গ্রহণ করেছে আধুনিক সফটওয়্যার-ভিত্তিক রেজিস্ট্রেশন ও ফান্ড ব্যবস্থাপনা পদ্ধতি।
প্রতিটি অংশগ্রহণকারী কোর্সে অংশগ্রহণের জন্য ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করেন, যা তিনটি ভাগে ভাগ করে অত্যন্ত স্বচ্ছভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে—
খানকার কার্যক্রম ফান্ড — ২০০ টাকা
এই অংশটি খানকার চলমান দাওয়াতি, সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমে ব্যয় করা হয়। হাদিয়া ফান্ড — ৪০০ টাকা
এটি “আধ্যাত্মিক প্রচেষ্টা ও সংযুক্তি” বজায় রাখার জন্য রাখা হয়েছে।
যারা কোর্স শেষে নিয়মিতভাবে খানকার সঙ্গে যুক্ত থাকেন- তারা মাসে দুই দিন আধা ঘণ্টা করে যোগাযোগ রাখবেন, এবং এই ধারাবাহিক সংযোগের মাধ্যমেই হাদিয়া পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।
এভাবে সম্পর্ক অটুট রাখার উদ্দেশ্য- যেন কেউ আত্মশুদ্ধির পথে বিচ্ছিন্ন না হয়ে যায়।
সফর ও দর্শনীয় স্থান ফান্ড - ৪০০ টাকা
এই অংশটি ভবিষ্যতে খানকার পক্ষ থেকে দেশ-বিদেশের আধ্যাত্মিক সফর ও দর্শনীয় স্থান ভ্রমণ আয়োজনের জন্য সংরক্ষিত।
উল্লেখযোগ্য বিষয় হলো, “হাদিয়া ফান্ড”-এর মাধ্যমে ৪ স্তরে মোট ৪০,০০০ টাকা পর্যন্ত প্রত্যেক কোর্সের অংশগ্রহণকারীদের জন্য প্রণোদনা প্রদান করা হবে— যাতে তারা আত্মিক ও বাস্তব জীবনে অনুপ্রাণিত থেকে অগ্রসর হতে পারেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত খানকায়ে আহমদিয়া আজ আত্মশুদ্ধি, তাসাউফ, কাশফ ও ইলহামের সাধনায় এক বিশ্বস্ত নাম।
গত একযুগে শত শত মানুষ এই খানকার মাধ্যমে নিজের জীবনকে নতুন করে চিনেছে, অনেকে হতাশা থেকে মুক্তি পেয়ে খুঁজে পেয়েছে জীবনের সত্যিকার অর্থ।
আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন এই শিক্ষা শুধু বাংলাদেশ নয়, ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও এক আলোকিত আধ্যাত্মিক বিপ্লবের বার্তা নিয়ে।
ঠিকানা: বাড়ি নং ১৭২/এ, রোড নং ৪, মোহাম্মদী হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ: ০১৩১০৯৬৬৭৪৬
❝খানকায়ে আহমদিয়া – আল্লাহর নূরকে অন্তরে ধারণের এক আধুনিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান❞