কামরুজ্জামান বাবু (পোরশা)
১০ অক্টোবর, ২০২৫, 8:16 PM
অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধার
নওগাঁ জেলার পোরশা উপজেলায় নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৭ শতক জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করল উপজেলা ভূমি অফিস।
সরেজমিন পরিদর্শনে জানা যায়' কলা মৌলবি নামের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে ছিল এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সেখানে তিনি মাদ্রাসা নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপনের চেষ্টা করলে জনগুরুত্বপূর্ণ ও সরকারি স্বার্থ ক্ষুন্নের এ বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
অবৈধভাবে দখলকৃত জমির সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক বার সতর্ক করা হয় কিন্তু তারা রাতের অন্ধকারে কাজ শুরু করেন। পরবর্তীতে পোরশার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায় গত ৩০/৯/২৫ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: নাবিলা ফেরদৌস তাতক্ষনিকভাবে নিতপুর-তেতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাশেদুল ইসলামসহ তার অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ৫৭ শতক জমি উদ্ধার করেছেন।
একই সাথে তিনি মান্যবর জেলা প্রশাসক নওগা মহোদয়ের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত জমিতে একটি স্থায়ী সাইনবোর্ড স্থাপন করেছেন। বর্তমানে ৫৭ শতক জমি সরকারের দখলে আছে এবং সেখানে প্রমাণ স্বরূপ একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোছা : নাবিলা ফেরদৌস কে জিজ্ঞেস করা হলে তিনি এই বেদখলকৃত ৫৭ শতাংশ জায়গার উদ্ধার কাজের সত্যতা নিশ্চিত করেছেন এবং সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।