সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
০২ নভেম্বর, ২০২৫, 9:30 AM
মালিক বিহীন ভারতীয় মহিষ আটক
নওগাঁর পোরশায় ১৬ বিজিবি নিতপুর বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন দুটি মহিষ আটক করা হয়েছে।
শনিবার আরআইবি/এস আইপি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে স্থান মনোহরপুর-হাতিকুচা আম বাগানের ভিতর থেকে যার জি আর নং-৪৫৪৬৪৭, ম্যাপসীট নং ৭৮সি/৮, বিশেষ টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের বিশেষ টহল দলএই অভিযান পরিচালনা করে মালিক বিহীন ০২ টি মাঝারি ভারতীয় মহিষ আটক করেন। মহিষ দুটো কাস্টমে জমা দেওয়া হয়েছে।
সম্পর্কিত