ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলো ২০ নারী

#

মতিন গাজী (যশোর)

২২ ডিসেম্বর, ২০২৫,  1:34 AM

news image

অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সেলাই মেশিন দেওয়া হয়। এর আগে উপকারভোগী নারীদের উপজেলার সুন্দলী ইউনিয়নে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস শান্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফার আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব সহ শুভসংঘের বন্ধুরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান তাঁর বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিয়ে আসছে। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার সেলাই মেশিন দেশের বিভিন্ন উপজেলায় নারীদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ মানবিক ও সামাজিক কর্মকা- করে থাকে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গোড়ে তুলতে বসুন্ধরা শুভসঘের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সেলাই মেশিন উপহার পেয়ে সুন্দলী ইউনিয়নের টুকটুকি বলেন, ‘তিন মাস প্রশিক্ষণ শেষে একটি নতুন সেলাই মেশিন পেয়েছি। আশাকরি এই মেশিন ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে পারব। পরিবারের অভাব ঘোচাতে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব।’

ডহরমশিয়াহাটী গ্রামের উপকারভোগী শিক্ষার্থী মিতা দাস বলেন, ‘ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষ খুবই অসহায়। সারা বছর জলের সঙ্গে যুদ্ধ করে বসবাস করতে হয়। অনেকেই আসেন এবং কথা দিয়ে কথা না রেখে হারিয়ে যান। ব্যতিক্রম বসুন্ধরা শুভসংঘের সংগঠন। তারা কথা দিয়ে কথা রেখেছে। ৩ মাস প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে নতুন সেলাই মেশিন দিয়েছে। এ জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।’

বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘জনকল্যাণ ও সামাজিক ভালো কাজের সঙ্গে রয়েছে বসুন্ধরা শুভসংঘ। অভয়নগরবাসীর প্রেরণায় শুভ কাজে সবার পাশে বন্ধু হিসেবে কাজ করে যাবে বসুন্ধরা গ্রুপ।’

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নারীদের আত্মনির্ভলশীল করা লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের এ ধরণের উদ্যোগ প্রশংসনীয়।’