এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
১৯ ডিসেম্বর, ২০২৫, 4:02 PM
বন্ধু কুড়িগ্রাম ৯০এর দুই বন্ধুর জন্মদিন উদযাপন
বন্ধু কুড়িগ্রাম ৯০ এর আয়োজনে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্ত হান্ডি রেস্তোরাঁয় ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে সকল বন্ধু বান্ধবী দের উপস্থিতিতে আলোচনা সভা ও বান্ধবী খালেদা ও বন্ধু যোবায়ের আল মুকুলের জন্ম তিথি পালিত হয়েছে।
বন্ধু কুড়িগ্রাম ৯০ অন্যতম উপদেষ্টা আবদুল গফফার সেলিম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আলোচনা শুরু হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক শামছুজ্জোহা চৌধুরী সাজু, বিশিষ্ট ঠিকাদার গোলাম রাব্বানী, রশিদ, পিন্টু, ব্যবসায়ী রুস্তম, প্রধান শিক্ষিকা বেবী, ডলি,রুবিনা,, বন্ধু আরিফুল ইসলাম সাবলু, মালেক, আসলাম, রফিকুল, উজ্জল,ইউসুফ, বাহার প্রমুখ। অনুষ্ঠান শেষে বন্ধুদের জন্য দোয়া কামনা করা হয়।