ইমরান হোসেন (খুলনা)
২৪ ডিসেম্বর, ২০২৫, 3:22 AM
বটিয়াঘাটায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে খুলনার বটিয়াঘাটায় আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় বটিয়াঘাটা বাজার বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি বটিয়াঘাটা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিনের পর বাসস্টান্ডে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবক্কার নিরুর সভাপতিত্বে সদস্য সচিব বাহাদুর মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য রুবেল মির, তাহিম উদ্দিন, তাওহীদুর রহমান, শান্ত, মোস্তফা খালিদ, রাসেল, শেখ বদরুজ্জামান বাবু, আসাদুজ্জামান বাবু, আসাদুজ্জামান সুমন, হাফিজুর রহমান বাবু, শফিকুল মোল্লা শফিক, বাপ্পি, বিল্লাল, সুম মল্লিক, ওহেদুজ্জামান বাদল, আজিম মিয়া, সায়েদ গোলদার, কবির আকন, মোঃ শফিকুল ইসলাম, আল-মামুন শেখ, রাশেদ গাজী, সোহাগ, মোঃ হাফিজুল ইসলাম, সহেদুল হাসান, কাওসার শেখ, রায়হান রাজু, জাহিদ হাওলাদার, শাওন শেখ, মিঠু, অপূর্ব, ইমদাদ, খোকন, জাকারিয়া, মামুন খান, শোয়াইব শেখ, শফিকুল গাজী, Wasn't, জাহাঙ্গীর আলম, সজীব, নিঝুম, পন্না, মিন্টু, মনঞ্জুরুল, আবুল কালাম, রাসেল, করিম মৃধা, শাহীন, ফারুক মীর, মিজান, ভান্ডারী, আজিজুল, শামিম প্রমূখ।