ইমরান হোসেন (খুলনা)
০৫ নভেম্বর, ২০২৫, 12:47 AM
বটিয়াঘাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
মঙ্গলবার দুপুর ১ টায় পরিষদ প্রাঙ্গনে বটিয়াঘাটা উপজেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০ টিকরে ১৫০ টি বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের ইউডি জিপি মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে জাপান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব সহযোগিতার প্রতীক হিসেবে জাপানি ( ODA) ঋণদারা সরবরাহকৃত ( jica)অর্থ আয়নে বটিয়াঘাটা ( jica) হাওলাদার খায়রুল বারি UDF,UGDP,JICA পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্মন কর্ম আবু বক্কার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক দেবদুলাল মন্ডল, অন্নদা সংকর রায়, এস এম অসিয়ার রহমাম,মোঃ সাহেব আলী, প্রশান্তকমার আব্দস ছাত্তার, তোরাব আলী, সুরঞ্জন চক্রবর্তী প্রমূখ।