কামরুজ্জামান বাবু (পোরশা)
২৯ নভেম্বর, ২০২৫, 11:21 PM
পোরশায় পূণর্ভবা নদীতে অভিযানে আটককৃত রিংজাল পুড়িয়ে ধ্বংস
শুক্রবার বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ২৩১ হইতে ১৫০ গজ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকায় পূণর্ভবা নদীতে অভিযান চালিয়ে ১০ টি রিং জাল ও ১ টি সুতিজাল জব্দ করা হয়।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ তৎসংলগ্ন বিধিমালা ১৯৮৫ বাস্তবায়নে স্থানীয় উপজেলা প্রশাসন ও বডারগার্ড বাংলাদেশ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ নাবিলা ফেরদৌস। সহায়তা করেন নিতপুর সিমান্ত অধিনায়ক সুবেদার মোঃ মাহফুজ রহমান, পুলিশ অফিসার এএসআই মোঃ আব্দুল রফিক।
সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা। উল্লেখ্য অভিযানের জব্দ কৃত জালগুলো নিতপুর বিওপির সামনে অর্থাৎ ফুটবল খেলার মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।