ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দাম বাড়লো জ্বালানি তেলের, সোমবার থেকে কার্যকর পেশাদারিত্ব বজায় রেখে জনমনে আস্থা ফেরাতে হবে উপজেলার সিএ পদে চাকরি করে তিন মাসেই কোটিপতি ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গাজীপুরে নতুন পুলিশ সুপার শরিফ উদ্দিন কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২২ বার খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার সরকার: আবু হানিফ

নরসিংদীতে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

#

মো: আল আমিন (বিশেষ প্রতিনিধি)

১৬ নভেম্বর, ২০২৫,  12:41 PM

news image

নরসিংদী জেলার জিতরামপুর টিডিরচর গ্রামে নৌকা ভাড়া নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ টেটা–বল্লমের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে চান মিয়া গ্রুপের ১২–১৪ জন আহত হন এবং একই গ্রুপের প্রায় ২০–২৫টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সকাল ৯টার দিকে ইজারাদার নৌকা ভাড়াকে কেন্দ্র করে মনির বিন আমজাদ এলাকায় সহিদ গ্রুপের এক ব্যক্তি নেশাগ্রস্থ অবস্থায় গালিগালাজ করলে চান মিয়া গ্রুপ প্রতিবাদ জানায়। মুহূর্তেই সহিদ গ্রুপের কয়েকজন টেটা, বল্লম ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পরে সহিদ গ্রুপের লোকজন চান মিয়া গ্রুপের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বলে অভিযোগ। এ সময় বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগ পাওয়ার পর মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি সত্যতা নিশ্চিত করেন বলে স্থানীয়রা জানান। তবে চান মিয়া গ্রুপের অভিযোগ—ওসি নজরুল ইসলাম তাদের লিখিত অভিযোগ গ্রহণ না করে সহিদ গ্রুপের পক্ষে অবস্থান নিচ্ছেন।

আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সহিদ গ্রুপের প্রায় সবাই রাজনৈতিক পরিচয়ের কারণে প্রভাবশালী এবং পূর্বের একাধিক মামলা থাকা সত্ত্বেও কেউ গ্রেফতার হয়নি। এমনকি অর্থের বিনিময়ে ‘সমঝোতা’ করার জন্য নানা তদবির চলছে বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার পর চান মিয়া গ্রুপের মমিন মিয়া বাদী হয়ে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়, সদর সার্কেল এসপি, নরসিংদী প্রেসক্লাব, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং দুষ্কৃতিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাদীপক্ষের অভিযোগ—মাধবদী থানার বর্তমান ওসি পক্ষপাতমূলক আচরণ করছেন এবং তাদের প্রতি কোনো ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না। তাই দ্রুত ব্যবস্থা না নিলে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আকুল আবেদন—দোষীদের দ্রুত গ্রেফতার, তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।