ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:06 PM

news image

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে থানায় হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় নবাগত ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। এই থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করাই আমার বদ্ধপরিকর। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। ধনবাড়ীতে মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আলোচনায় আরও জানানো হয়, পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক আজকের বাংলার সাংবাদিক মো: পলাশ ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ সরকার, আব্দুল্লাহ, রাকিব ও আরিফুলসহ ধনবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

ধনবাড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।