ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগকে সমর্থন যোগানো শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ অবশেষে পদোন্নতির মুখ দেখলেন স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার মোঃ মনির হোসেন বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন নওগাঁয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মুহাম্মদ আবদুল করিম কালীগঞ্জে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল শার্শায় "সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক চাঁদপুরে হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর উদ্বোধন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল পোরশায় নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

কালাইয়ে যুব অধিকার পরিষদের পক্ষে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৭ ডিসেম্বর, ২০২৫,  1:04 AM

news image

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় যুব অধিকার পরিষদ স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেছে।

কালাই যুব অধিকার পরিষদের সভাপতি আন্তাজ মন্ডল ও সক্রিয় সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে দেশের জন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং স্বাধীনতার মূল্য ও তা অর্জনের জন্য বাঙালি জাতির বীরত্বের ইতিহাস নিয়ে আলোচনা করেন।

পরিষদের পক্ষ থেকে বলা হয়, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি গৌরবোজ্জ্বল বিজয় অর্জন করে। এই দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম ঘটে। আমরা সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও লাখো শহীদদের স্মরণ করি, যাদের সর্বোচ্চ আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।”

অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের সদস্যরা দেশের যুবসমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মহান বিজয়ের তাৎপর্য সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা স্বাধীনতার অধিকার ও মর্যাদা রক্ষা করতে পারে।”

মহান বিজয় দিবসের এই শুভক্ষণে, পরিষদ দেশের সকল নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন।